Time & Date:: 01:59:25 PM Sunday 27-04-2025
আসসালামু আলাইকুম। ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম।। এই ওয়েব ব্লগটি সকল মুসলিম ভাইবোনদের জন্য উৎসর্গ করা হলো আলহামদুলিল্লাহ। অনুগ্রহ করে নিয়মিত চোখ রাখুন।। কারও কোনো জিজ্ঞাস্য থাকলে অনুগ্রহ করে নিচে 'যোগাযোগ' লিংকে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

মানুষকে আল্লাহর পথে আহবান একটি অর্পিত দায়িত্ব




মুসলিম জাতির সচেতন অংশ খুব ভালো করেই জানেন যেইসলাম একটি বিশ্বজনীন জীবন ব্যবস্থাযা গোটা মানব জাতির জন্য দেয়া হয়েছে। আল্লাহ তায়ালা সমগ্র সৃষ্টিজগতের সৃষ্টিকর্তা বিধাতা প্রতিপালক এবং তাঁর প্রতি সম্পূর্ণ সমর্পিত মানুষঅর্থাৎমুসলিমতাদেরকে বাছাই করে নির্বাচন করা হয়েছেমানব জাতির প্রতিটি সদস্যের কাছে তাঁর বাণী যথাযথভাবে পৌঁছে দেবার দায়িত্বশীল করে।

কিন্তু হায়! অধিকাংশ মুসলিম তার সে দায়িত্বের ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত। যেখানে আমাদের নিজেদের স্বার্থে জীবন যাপনের শ্রেষ্ঠতম পদ্ধতি হিসেবে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করাই ছিল একমাত্র কাজ। সেখানে আমাদের বাস্তবতা আজ এই যেএতটুকু ইচ্ছাও কারো মধ্যে অনুভুত হয়না যেযাদের কাছে এখন পর্যন্ত বাণী পৌঁছেনি তাদেরকে এই পরম সত্যের অংশীদার করে নেই।

আরবী শব্দ ‘দাওয়াহর’ অর্থ আহবান বা আমন্ত্রণ। ইসলামী পরিভাষায় এর তাৎপর্য-ইসলামের প্রচার প্রসারের জন্য সর্বাত্মক চেষ্টা-প্রচেষ্টা চালানো। জ্যোতীর্ময় কুরআন বলছেঃ

তার চেয়ে বড় জালিম আর কে হতে পারেযে প্রকাশ করেনা (এমন) ‘উদ্ভাসিত সত্যকে’, আল্লাহর তরফ থেকে যা তাদের কাছে দেয়া আছেএই যা কিছু তারা করছে ব্যাপারে আল্লাহ আদৌ উদাসীন নন। (‍:১৪০)





সুত্রঃ কুরানের আলো

Facebook Comment