Time & Date::
আসসালামু আলাইকুম। ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম।। এই ওয়েব ব্লগটি সকল মুসলিম ভাইবোনদের জন্য উৎসর্গ করা হলো আলহামদুলিল্লাহ। অনুগ্রহ করে নিয়মিত চোখ রাখুন।। কারও কোনো জিজ্ঞাস্য থাকলে অনুগ্রহ করে নিচে 'যোগাযোগ' লিংকে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য


লক্ষ্য ও উদ্দেশ্য

মুসলিম সমাজের অভ্যন্তরে অতীব দুঃখজনক সাম্প্রদায়িক অন্ধ পক্ষপাতদৃষ্টিতা ও ধর্মবিশ্বাসে অনুদার সংকীর্ণ মানসিকতা সৃষ্টি হয়েছে। এতে সুস্থ্য এবং মুক্তচিন্তা এবং বিবেকের দ্বার রুদ্ধ হয়ে পড়েছে। অবশ্য সর্বকালেই সত্যাগ্রহী হেদায়াতকামী কিছু ঈমানদার থাকেন যারা সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সাঃ) এর সহীহ সুন্নাতকে বুকে ধারণ করে জীবন-যাপন করতে সদা প্রস্তুত থাকেন। তাছাড়াও গোটা মিল্লাতে মুসলিমার অধিকাংশ মানুষ সত্য গ্রহণের প্রবল বাসনা থাকা স্বত্বেও অজ্ঞতার কারণেই সত্য পরিহার করে চলেছেন। এই বৃহৎ জনগোষ্ঠিকে সুন্দর ও স্বচ্ছ একটি ধারনা দেয়া সর্বোপরি সত্যাগ্রহী গোটা মিল্লাতে মুসলিমার কল্যাণার্থেই দ্বীনের বিশুদ্ধ কথাগুলি প্রকাশ হওয়া/করা জরুরী বলে মনে করি। যাতে প্রতিটি মুমিনই নির্ভরযোগ্য ও প্রামাণ্য বিশুদ্ধ (কোর'আন ও সহীহ হাদীসের) জ্ঞানের আলোক রশ্মিতে সীরাতে মুস্তাক্কীমের রাজপথের সন্ধান লাভ করতে পারেন এবং সে পথে চলে নিজেও ধন্য হতে পারেন এবং সাথে সাথে সমাজের কল্যাণ সাধনে সক্ষম হতে পারেন। এই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের পথচলা। এই ব্লগে সে চেষ্টাই করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওফীক দান করুন। আমীন!

এই ওয়েব ব্লগ (https://islamhousebangla.blogspot.com) তাদের জন্য, যারা যাবতীয় ফিরকাবন্দীর বেড়াজাল ছিন্ন করে সত্যিকারের ইসলামী তরীকায় চলতে চান এবং অন্যকেও একই পথের পথিক বানাতে চান। যারা সংশোধনের মন নিয়ে সমাজের প্রচলিত কোর'আন ও সহীহ হাদীসের বিপরীত ইসলামী ধ্যান-ধারনা ও মৌলিক ভ্রান্তি গুলোকে জানতে চান। যারা কোর'আন এবং সহীহ হাদীসের আলোকে নিজের জীবন আলোকিত করতে চান এবং সেই আলো সমাজে ছড়িয়ে দিতে চান এবং যারা মুসলিম সমাজে প্রচলিত দলিলবিহীন আমল, শিরক, বিদআত এবং কুসংস্কার গুলিকে কোর'আন এবং সহীহ হাদীসের সঠিক দলীলের মাধ্যমে তুলে ধরতে চান।

আমরা সাধ্যমতো কোর’আন ও হাদিসের সঠিক তথ্যসূত্র দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও ভূল যে হবেনা তা নিশ্চয়তা দেওয়া যায় না। পাঠকের কাছে ভুলটি জানতে পারলে কৃতজ্ঞ হবো আপনারা কোনো মতামত, উপদেশ বা অভিযোগের জন্য আমাদের সাথে ই-মেলে যোগাযোগ রাখতে পারেন।