Time & Date::
আসসালামু আলাইকুম। ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম।। এই ওয়েব ব্লগটি সকল মুসলিম ভাইবোনদের জন্য উৎসর্গ করা হলো আলহামদুলিল্লাহ। অনুগ্রহ করে নিয়মিত চোখ রাখুন।। কারও কোনো জিজ্ঞাস্য থাকলে অনুগ্রহ করে নিচে 'যোগাযোগ' লিংকে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

ব্যবহার বিধি ও দায়মুক্তির ছাড়পত্র


নীতিমালা ও ব্যবহারবিধি
ইসলাম হাউজ বাংলা ব্লগ প্লাটফর্মে আপনাকে স্বাগত। মাতৃভাষায় লেখালেখী ও জ্ঞান চর্চার ভার্চুয়াল প্লাটফরম ইসলাম হাউজ বাংলা ব্লগ। এটি প্রথম যাত্রা শুরু করে ২০১৮ সালের ২১ শে নভেম্বরে। যদিও ২০১৯ সালের শুরু থেকেই ইসলাম হাউজ বাংলা ওয়েব ব্লগটি সম্পূর্ণ রূপে যাত্রা শুরু করে।

ধর্মীয়, নাগরিক সাংবাদিকতা, তথ্য প্রযুক্তির সব্বোর্চ ব্যবহার, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, ইসলাম ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক বিষয় নিয়ে নতুন ধারার মিডিয়া প্রতিষ্ঠা করা আমাদের উদ্দেশ্য। এর জন্য কিছু নীতিমালা এবং ব্যবহারবিধি অনুসরন করা হবে। যে কেউ নিবন্ধন করলে ধরে নেওয়া হবে তিনি নীতিমালা এবং ব্যবহারবিধিপড়েছেন এবং সম্মত হয়েছেন। ইসলাম হাউজ বাংলা ব্লগ এ প্রকাশিত লেখা, লেখা প্রসঙ্গে বক্তব্য, মতামত, ছবি, ভিডিও ইত্যাদির স্বত্ব লেখকের নিজস্ব। এখানে প্রকাশিত লেখার আইনগত বা অন্য কোন দায়দায়িত্ব ইসলাম হাউজ বাংলা ব্লগ কর্তৃপক্ষ বহন করবে না।

ইসলাম হাউজ বাংলা ব্লগ একটি ইন্টারঅ্যাকটিভ অনলাইন প্লাটফরম যা প্রচলিত মিডিয়া থেকে কিছুটা ভিন্ন। এতে ইসলাম ধর্মীয়, ব্যবসা-বাণিজ্য, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নমূলক বিষয় এবং সৃজনশীল লেখার প্রাধান্য দেয়া হবে। তবে লেখকের সবধরনের প্রাসঙ্গিক লেখা, ছবি ইত্যাদি প্রকাশিত হবে। আশা করি লেখকরা এসব বিষয় মেনে ইতিবাচকভাবে নতুন ধারার এই মিডিয়াকে সমৃদ্ধ করবে।


নীতিমালার ও ব্যবহারবিধির তালিকা
১. ভারতের গণমাধ্যম সম্পর্কিত সংবিধানের বিধান, আইন, ও বিধি লঙ্ঘন করে কোনো লেখা, ছবি, ভিডিও প্রকাশ করা যাবে না।
২. গনমাধ্যম বা অনলাইন মিডিয়া সম্পর্কিত আন্তর্জাতিকভাবে প্রচলিত আইন-কানুন লঙ্ঘিত হতে পারে এমন কিছু প্রকাশ করা যাবে না।
৩. অশ্লিল বা নগ্ন ছবি/ভিডিও প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ এবং কোনো ক্ষুদ্র জাতিসত্তা বা কোনো সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি, আচার, ভাষা, জীবনযাত্রা ইত্যাদি বিষয়ে অবমাননা করা যাবে না। কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত হতে পারে এমন কিছু প্রকাশ করা যাবে না। অসৎ উদ্দেশ্যে গোপনে তোলা ছবি/ভিডিও অনুমতি ছাড়া প্রকাশ করা যাবে না।
৪. ধর্মীয় ব্যক্তিত্ব ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কাউকে হেয় করে কোনো মন্তব্য করা যাবে না।
৫. লিঙ্গপরিচয়, বয়স, শ্রেণীপরিচয়, শারীরিক ও মানসিক অক্ষমতা নিয়ে ঘৃণা বা অবমাননামূলক কোনো মন্তব্য প্রকাশ করা যাবে না।
৬. নারীর প্রতি অবমাননা, আক্রমণ, নির্যাতন বা বৈষম্যমূলক আচরণ করা থেকে বিরত থাকা এবং যৌন উদ্দিপক কোনো কিছু প্রকাশ করা যাবে না।
৭. লেখায় ব্যক্তিগত আক্রমণ, প্রেমের প্রস্তাব বা ব্যক্তিগত কোন চিঠি আদান-প্রদান থেকে বিরত থাকা।
৮. স্নায়ুবিক চাপ তৈরি করতে পারে এমন কোনো বীভৎস, ভয়ংকর বা অরুচিকর কিছু প্রকাশ করা যাবে না।
৯. নাম বা ছদ্মনাম ব্যবহারে অন্য লেখকের নামকে হেয় না করা, সামাজিক এবং সাংস্কৃতিকভাবে কোনো প্রচলিত কোন নামকে অবমাননা না করা।
১০. অসৎ উদ্দেশ্যে কারো জাতীয় পরিচয়পত্র, ক্রেডিট কার্ড, পাসপোর্ট নম্বর, ফোন নম্বর ইত্যাদি প্রকাশ করা যাবে না।
১১. ভারতের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, ইতিহাস, ঐতিহ্য নিয়ে অবমাননা ও কটাক্ষমূলক কিছু প্রকাশ করা যাবে না।
১২. বিতর্কিত বিষয়ে কিছু প্রকাশের জন্য অবশ্যয় উপযুক্ত তথ্য-প্রমাণ উল্লেখ করতে হবে।
১৩. রাজনৈতিক নেতাদের প্রতি ব্যক্তিগত বিদ্বেষ প্রচার করা যাবে না এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না।
১৪. প্রচলিত আইনে অপরাধ বলে গণ্য হয় এমন কোনো কাজের সমর্থনে প্রচারণা চালানো যাবে না।
১৫. কোনো ভাইরাস, স্পাইওয়্যার বা ম্যালওয়ারের লিংক দেয়া যাবে না। হ্যাকিং এবং ক্র্যাকিং করার কোনো সূত্র বা এ সম্পর্কিত কোনো সফটওয়্যারের লিঙ্ক লেখায় প্রকাশ করা যাবে না। হ্যাকিং বা ক্র্যাকিংয়ে উৎসাহ দিয়ে কোনো লেখা প্রকাশ করা যাবে না।
১৬. কোনো ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ন করার জন্য উদ্দেশ্যমূলকভাবে নেতিবাচক লেখা দেওয়া যাবে না।
১৭. ধূমপান, মাদক ও নেশাকে উৎসাহিত করে কোনো বিজ্ঞাপনমূলক লেখা, ছবি বা ভিডিও প্রকাশ করা যাবে না।
১৮. অন্য উৎস থেকে সরাসরি লেখা বা লেখার অংশবিশেষ প্রকাশ করতে হলে লেখার উৎস ও লেখকের নাম উল্লেখ করতে হবে। স্বত্ব সংরক্ষিত লেখার ক্ষেত্রে তা প্রকাশের আগেই প্রয়োজনীয় অনুমতি নিতে হবে।
১৯. কপিরাইট আইন ভঙ্গ করে কোনো ছবি, তথ্য, ভিডিও, লেখা প্রকাশ করা যাবে না। ইসলাম হাউজ বাংলা ব্লগ কর্তৃপক্ষ প্রকাশিত কোন কিছুর স্বত্ব দাবি করে না। তবে প্রকাশিত পোস্ট প্রয়োজনে অনুমতি সাপেক্ষে ব্যবহৃত হতে পারে।
২০. প্রকাশিত পোস্ট ও মন্তব্যে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক কোনো আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে তার দায় লেখককে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। আইন লঙ্ঘনের পরবর্তী দায়দায়িত্বও তার ওপরই বর্তাবে।
২১. কোনো লেখকের অবৈধ বা বেআইনি কর্মকাণ্ডের জন্য যদি ইসলাম হাউজ বাংলা ব্লগ মামলার সম্মুখীন হয় তবে মামলার সম্পূর্ণ খরচ এবং দায়দায়িত্ব উক্ত লেখককে বহন করতে হবে।

দায়মুক্তির ছাড়পত্র

১) এই ওয়েব ব্লগটির বিশেষ মতাবলম্বী, রাজনৈতিক দল বা সংগঠনের আওতাভুক্ত নয়।
২) ইসলাম হাউজ বাংলা ব্লগ এ পাওয়া যাচ্ছে এমন কোন উপকরণের লেখক, বক্তা, প্রকাশক, সহযোগী প্রতিষ্ঠান/সংস্থা বা দলের সাথে ইসলাম হাউজ বাংলা ব্লগ এর কোন রকম চুক্তিবদ্ধতা/সংশ্লিষ্টতা নেই। এটি একটি স্বাধীন সাইট, প্রত্যক্ষ বা পরোক্ষ কোন লিঙ্কের মাধ্যমে কোন সংস্থা আমাদের পেইজ বা ওয়েবসাইট ব্যবহার করতে পারবেনা।
৩) এখানে প্রাপ্ত সকল উপকরণের মৌলিক উদ্দেশ্য জ্ঞান অর্জন। এখানে প্রকাশিত মতামত বা শেয়ারকৃত লিঙ্কের দৃষ্টিভঙ্গি সবসময় ইসলাম হাউজ বাংলা ব্লগ এর নিজস্ব মতামতের প্রতিফলন নাও হতে পারে।
৪) ইসলাম হাউজ বাংলা ব্লগ ওয়েবসাইটে পোস্ট করা ফ্যানদের সমস্ত কমেন্ট, লিঙ্ক, ছবি, ভিডিও ইত্যাদি (ইউজার কন্টেন্ট) এই ওয়েব ব্লগের ও এর সাথে জড়িত এডমিনদের মতামত বা আদর্শের প্রকাশক নয়। কোন ইউজার কন্টেন্টের জন্য ইসলাম হাউজ বাংলা ব্লগ দায়ী নয় এবং এতে প্রকাশিত কারও মতামত ইসলাম হাউজ বাংলা ব্লগ সত্যায়ন করে না।
৫) ইসলাম হাউজ বাংলা ব্লগ এ প্রকাশিত মতামত সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট পোষ্টের লেখকের আথবা বক্তার নিজস্ব দৃষ্টিভঙ্গি যা শুধুমাত্র তথ্যজ্ঞাপক বা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে প্রকাশিত, অবৈধ উদ্দেশ্যে নয়। কারও উদ্দেশ্যমূলক, অসংযত অথবা অবহেলামূলক কার্যকলাপের জন্য এই ব্লগের অ্যাডমিনরা দায়ী নয়।
৬) এ ওয়েব ওয়েব ব্লগে প্রচারিত ও উপস্থাপিত বিষয়-বস্তুর শুদ্ধতার জন্য অক্লান্ত পরিশ্রম ও আপ্রাণ চেষ্টা করা হয়। তবুও আমরা এ দায়িত্ব নিতে পারি না, প্রচারিত সব বিষয়-বস্তুই ত্রুটিমুক্ত ও নির্ভুল।
৭) প্রচারিত জ্ঞান ও তথ্যের সূক্ষ্ণতা ও বিশুদ্ধতার ক্ষেত্রে ইসলাম হাউজ বাংলা ব্লগ কোনো আইনী দায়ভার গ্রহণ করে না।
৮) এ ওয়েব ব্লগ ব্যবহারের জন্য কোন শর্ত প্রযোজ্য নয়।
৯) এ ওয়েব ব্লগে পরিবেশিত তথ্য ওয়েব সাইট স্বত্বাধিকার কিংবা পরিচালকের অভিমত হিসেবে বিবেচিত নয় এবং এ ওয়েব ব্লগ ব্রাউজকারী পরিবেশিত তথ্যের উপর ভিত্তি করে যে সিদ্ধান্তে উপনীত হয়, তার দায়ভার সে নিজেই বহন করবে, সেটি ওয়েব সাইটের সাথে সম্পৃক্ত নয়।
১০) ইসলাম হাউজ বাংলা ব্লগ এডমিন এ ওয়েব ব্লগে পরিবেশিত জ্ঞান ও তথ্যকে যে কোন সময় পরিবর্তন ও সংশোধন করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে এবং পূর্ব ঘোষণা ব্যতীত যে কোন সময়ই ইসলাম হাউজ বাংলা ব্লগ তার টেকনিক্যাল পদ্ধতি পরিবর্তন করার ক্ষমতা রাখে।
১১) ইসলাম হাউজ বাংলা ব্লগ এডমিন অত্র ওয়েব ব্লগে প্রচারিত স্পর্শকাতর বিষয়বস্তু হতে সৃষ্ট শান্তি ও নিরাপত্তা বিরোধী পরিস্থিতির জিম্মাদার নয়। ওয়েব ব্লগের সাথে সম্পৃক্ত অন্য ওয়েব সাইট অথবা অন্য ওয়েব সাইটে প্রদত্ত বিষয়-বস্তুর সাথে এ ওয়েব ব্লগে প্রদত্ত বিষয়-বস্তুর সম্পৃক্ততা এবং এর সাথে সম্পৃক্ত অন্য ওয়েব সাইটে প্রবেশ করার ব্যাপারে কোনো দায়-দায়িত্ব ইসলাম হাউজ বাংলা ব্লগ বহন করে না। তাতে প্রবেশ করবেন নিজ দায়িত্বেই। কারণ, সে সকল ওয়েব সাইট আমাদের দখলে নেই এবং তার বিষয়-বস্তু কিংবা ওয়েব সংক্রান্ত অন্যান্য প্রযুক্তিও আমাদের আয়ত্বে নেই এবং এটাও মনে করা যাবে না যে, ইসলাম হাউজ বাংলা ব্লগের সাথে সম্পৃক্ত অন্যান্য ওয়েব সাইটে উপস্থাপিত জ্ঞান ও তথ্যের ব্যাপারে ইসলাম হাউজ বাংলা ব্লগ একমত। ইসলাম হাউজ বাংলা ব্লগ সে সব ওয়েবের লিংক দিয়ে শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়। তাছাড়া সে সব ওয়েব সাইটে প্রদত্ত তথ্যের কোনো দায়-দায়িত্ব ইসলাম হাউজ বাংলা ব্লগ কখনও বহন করে না।
১২) ওয়েব ব্লগে যে কোন ভুল-ত্রুটি থাকা নিতান্তই স্বাভাবিক| অবগত করার জন্য প্রত্যেক ব্রাউজকারীর প্রতি বিনীত অনুরোধ রইল।
১৩) আমাদের কতিপয় ব্রাউজার ও শুভানুধ্যায়ী কোন কোন সময় প্রচারের জন্য বিভিন্ন তথ্য-উপাত্ত্ব প্রেরণ করে থাকেন। আমরা তা গ্রহণ করি এই শর্তে যে, প্রেরিত তথ্য কারো স্বত্বাধিকারভুক্ত হতে পারবে না। অতএব, এ ধরণের কোনো তথ্য প্রচারিত হওয়ার পর যদি প্রমাণিত হয় যে, তথ্যটি অন্য কারো স্বত্বাধিকারভুক্ত ছিল, তবে তার জন্য ইসলাম হাউজ বাংলা ব্লগ দায়ী নয়। প্রচারিত তথ্যের ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে, তাকে আমাদের সাথে যোগাযোগের বিনীত অনুরোধ করছি।
১৪) এ দায়মুক্তির ছাড়পত্র প্রযোজ্য হবে ইসলাম হাউজ বাংলা ব্লগ সকল ভিজিটারদের জন্য।
১৫) এই ওয়েব ব্লগে গুগল পলিসি (Google Policy) হিসেবে কুকিস (Cookies) সংগ্রহ করা হয়।


নীতিমালা লঙ্ঘিত হলে
১. লেখা সম্পর্কিত যেকোন অসংলগ্নতা লক্ষ্য করলে ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। এ বিষয়ে কোনো পোস্ট না দিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করাই উত্তম। ইসলাম হাউজ বাংলা ব্লগ কর্তৃপক্ষ অভিযোগ পর্যালোচনা করে নীতিমালা অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করবে।
২. বার বার ব্যবহারবিধি ও নীতিমালা ভঙ্গ করলে বা সংশ্লিষ্ট যেকোন অপরাধের পুনরাবৃত্তি ঘটালে তাকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে।
৩. কর্তৃপক্ষ যে কোনো লেখা বা লেখককে কোনো কারণ দর্শানো ছাড়াই বাতিল করার অধিকার রাখে।

ইসলাম হাউজ বাংলা ব্লগ কর্তৃপক্ষ যে কোনো সময় নীতিমালা ও ব্যবহারবিধি পরিবর্তনের অধিকার রাখে এবং ইসলাম হাউজ ব্লগ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।।

(C) 2018-2019 IslamHouseBangla All Rights Reserved